আমি অপমান বা অপবাদ— কোনো কিছুই সইতে পারি না। কেউ আমাকে ভুল বুঝলে, আমি প্রথমেই চেষ্টা করি তার ভুল ভাঙাতে, বোঝাতে, সম্পর্কটাকে বাঁচাতে। কিন্তু যখন দেখি কেউ নিজের ভুল ধারণাকেই সত্যি ভেবে বারবার আমাকে দোষারোপ করছে, অপমান করছে— তখন আমি আর সেই অন্যায়ের ভার বইতে পারি না।
মানুষের ভালোবাসা ও সম্মান যেখানে নেই, সেখানে থাকা মানেই নিজের আত্মমর্যাদাকে আঘাত করা। তাই যেসব জায়গায় আমার জন্য জমে থাকা ভালোবাসা নেই, যেখানে আমার সম্মান টিকিয়ে রাখা যায় না— সেসব সম্পর্ক, সেসব পরিবেশ থেকে আমি যত দ্রুত সম্ভব নিজেকে সরিয়ে নিই। কারণ আত্মসম্মানই আমার কাছে সবকিছুর আগে।