বন্ধুরা যদি কখনো ঘুরতে যাওয়ার জন্য ডাকে, সেই ডাকে কখনোই না বলবেন না। কারণ বিশ্বাস করুন, এই ডাকগুলো চিরকাল থাকে না। সময়ের এক পর্যায়ে গিয়ে দেখবেন — টাকাও আছে, সময়ও আছে, কিন্তু পাশে আর সেই বন্ধুরা নেই।
যে বন্ধুদের সঙ্গে নিরুদ্বেগ হাসিতে সন্ধ্যা কেটে যেত, যাদের সঙ্গে রাস্তায় রাস্তায় গল্পের ফুল ফোটানো ছিল জীবনের সবচেয়ে সহজ আনন্দ — তারা একদিন হারিয়ে যাবে সময়ের স্রোতে।
তারপর যতই চেষ্টা করুন, সেই দিনগুলো আর ফিরে পাবেন না। বন্ধুত্বের সেই হঠাৎ পরিকল্পনা, সেই নির্ভার ঘোরাঘুরি — এগুলোই একদিন হয়ে যাবে মিষ্টি অথচ ব্যথাভরা স্মৃতি।
তাই বন্ধুরা যদি আজ বলে, “চল, ঘুরে আসি”— সব ব্যস্ততা ভুলে একবার অন্তত হ্যাঁ বলুন। কারণ একদিন হয়তো ঘুরে দেখবেন, ঘোরা যাবে, সময়ও আছে, কিন্তু ডাকার মতো বন্ধু আর নেই।