যেদিন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে শেখে, নিজের ভুল, সীমাবদ্ধতা আর অপূর্ণতাকে গ্রহণ করতে শেখে— সেদিন থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। কারণ, পরিবর্তনের আসল শক্তি লুকিয়ে আছে নিজের মধ্যেই।
ভাগ্যকে দোষ দিয়ে সময় নষ্ট করার চেয়ে, নিজেকে গড়ে তোলাই সবচেয়ে বড় প্রজ্ঞা। যে নিজেকে বদলাতে জানে, সে একদিন নিজের দিগন্ত বদলে দেয়। তখন ভাগ্য আর কোনো দূরের নিয়তি নয়, বরং নিজের হাতে লেখা এক নতুন ইতিহাস।
যেইদিন তুমি নিজের ভেতরের মানুষটাকে নতুন করে গড়তে শুরু করবে, সেইদিনই বুঝবে— ভাগ্য বদলানোর জন্য আর কারও দরকার হয় না, শুধু প্রয়োজন দৃঢ় ইচ্ছা আর নিজের প্রতি বিশ্বাস।