নিখুঁত না হলেও আলোকিত

সত্যি বলতে, কারও জীবনই কখনও নিখুঁত হয় না। প্রত্যেকেরই থাকে কিছু না-পাওয়া, কিছু না-বলা, আর কিছু অনুশোচনার ভার। তবুও, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সেই অসম্পূর্ণতার মাঝেই।

তুমি যদি মন থেকে চাও, প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলতে পারো তোমার অদম্য চেষ্টা, ইতিবাচক চিন্তা আর ভালোবাসার ছোঁয়ায়। কারণ জীবন তখনই আলোকিত হয়, যখন আমরা নিখুঁত হওয়ার নয়— সুন্দরভাবে বাঁচার চেষ্টা করি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here