স্বাধীনতার আলো

লেখকঃ ওয়াহিদুর রহমান (ফ্রিল্যান্সার ওয়াহিদ)

আমি আগুন, আমি শিখা,
আকাশ ভেদি দীপ্তিকা।
আমি ঝড়ের বজ্রধ্বনি,
অন্ধকারে আলোর বাণী।

আমি স্রোতে ভাসা ঢেউ,
আমি নবীন স্বপ্নসৌরভ,
আমি চেতনার দীপ জ্বেলে
গাই অধিকার-মুক্তির সুরভ।

শৃঙ্খল গেঁথে বেঁধেছো হাত,
বেঁধেছো কণ্ঠ, বেঁধেছো প্রাণ,
কিন্তু বলো, কতদিন আর
রুখবে সূর্যের অভ্যুত্থান?

বন্দী করেছি কণ্ঠস্বরে,
বন্দী করেছো কাগজ-কলম,
তবুও দেখো বাতাস বয়ে
বলে যায় নির্ভীক মরম।

বৃষ্টি নামে, বজ্র কাঁপে,
শিকল ভাঙার গান শোনে,
রক্ত ঝরেও, আশা ফুটে,
স্বাধীনতা প্রাণের মনে।

সেদিন আসবে, জাগবে দেশ,
ভয়হীন হবে সব জনতা,
সত্যের পথে, মৈত্রীর সাথে
গড়বে নতুন এক শান্তিপথা।

আমি থামবো, কলম থামবে,
যেদিন মানব মিলবে সবে,
কাঁধে কাঁধ রেখে তখন,
গাইব মুক্তি এক সুরে!

Music By Freelancer Wahid

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here