স্বপ্নের পৃথিবী

পৃথিবীটা হতো যদি,
হাসি খুশি মিষ্টি —
ভালোবাসার মেঘে ভরে
চোখে থাকতো দৃষ্টি।
মানবতার সুর বাজতো
প্রতিটি প্রাণে,
দুঃখ কষ্ট মুছে যেত
মৌন অভিমানে।

কেউ থাকতো না অভুক্ত,
না থাকতো লাজ,
আকাশ জুড়ে হাসি ফুটতো
সূর্যের আজব সাজ।
শিশুর হাতে থাকতো ফুল,
না থাকতো অস্ত্র,
সংঘাতে নয় — একতাতেই
গড়তো জীবনপত্র।

কলুষতার কালো ছায়া
মুছে যেত হোক,
মনোহরা এক সৃষ্টি
হতো হৃদয়ের লোক।
পাপহীন এক রাজ্য যদি
গড়তে পারতাম,
নির্মলতায় নিশিদিন
আলোক ছড়াতাম।

পৃথিবীটা হতো যদি
শান্তির বাগিচা,
বর্ণ বৈষম্য ভুলে সবাই
হতো এক মিছিলের কিচা।
পবিত্রতা, শুচিতা
হতো তার পুষ্টি,
ভ্রাতৃত্বের বন্ধনে
বাঁচতো প্রেমারৃষ্টি।

স্বপ্ন যদি হয় কখনো
বাস্তবের ছবি,
তবে এ বিশ্ব জেগে উঠুক
মানবিক রবি।
এসো গড়ি সে পৃথিবী
ভালোবাসার গানে,
একটি হৃদয় হাসুক চিরকাল
সব কাঁদা-পাথরে পানে।

Previous articleগাজা বাসিদের বাঁচাতে প্রয়োজন প্রকৃত সহায়তা
Next articleশূন্যতার পথিক

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here