ফিলিস্তিনের শিশুহাসি আজ বন্দুকের নিশানায়,
মায়ের কোল খুঁজে ফেরে, চোখে জল, মনে আঘাত যায়।
আকসার মিনারে ধ্বনি ওঠে— “আর কতকাল নীরবতা?”
আমরা বলি— এখনই সময়, জাগুক বিশ্বে প্রতিবাদতা।
বুকের মাঝে জ্বলছে আগুন, নয় তা হিংসার ধ্বনি,
মানবতার পক্ষে বলি— অন্যায় যত হোক যতই গলি।
শান্তির নামেই অস্ত্র ধরি, দেই শহীদের অভিবাদন,
মরণ নয় ভয়, বরং জয়— এ তো চিরকালীন সাধন।
বলো মা, যদি তুই ডাকিস, এই বুক তোরই হোক,
রক্ত দিয়ে লিখে দেবো— “ফিলিস্তিন মুক্ত হোক!”
পতাকা হাতে হাঁটি যেই পথে, সেখানে দিগন্ত গান,
আকাশ জুড়ে বাজে তখন– শাহাদাতের আজান।