আমি মুসলিম।
আমি ফিলিস্তিন।
আমি বাঙালি।
গিয়েছি, অন্যায়ের প্রতিবাদ করতে।
আর করে আসলাম নিজেরাই কঠোর অন্যায়।
ফিলিস্তিনের পক্ষে কি অন্য জাতি আন্দোলন করেনি?
জার্মানি, কানাডা, যুক্তরাষ্ট্রে কি নেতানিয়াহুর বিরুদ্ধে অন্য ধর্মের মানুষ মিছিল করেনি?
কেন তারা এমন করেছে, বলুন আমাকে।
তারা তো বিধর্মী, তাহলে তারা আমার ধর্মের মানুষের উপর অত্যাচারের কারণে আন্দোলন বা মিছিল করবে কেন?
তাদের কি উচিত ছিল না,
মুসলিমরা মারা যাওয়ায় খুশি হওয়া?
অথবা ইজরায়েলের পক্ষ নিয়ে,
মুসলমানদের ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা?
মানবতার দৃষ্টিতে যদি,
তারা আমাদের ঘর-বাড়ি ভাঙলে
তাদের অপরাধ হয়ে থাকে,
তাহলে আমরা কেন ভাঙতে যাচ্ছি?
বয়কট করে কি,
ইজরায়েলের পণ্য বর্জন করা যথেষ্ট ছিল না?
আসলে কিছু লোকই থাকে, যাদের মানবতা বলতে কিছু নেই, তারা আসলে বিশ্বে শান্তি চায় না।
এই ভাঙাচোরা লোকজন যদি ইজরায়েলে জন্মাতো,
তাহলে এরা নেতানিয়াহুর থেকেও বেশি খারাপ হতো।
চোররা গেছে জুতা চুরি করতে,
সামান্য জুতার লোভ সামলাতে পারে না—যে জাতি,
সে জাতির মুখে ইনসাফের কথা বড্ডই বেমানান।
আসলেই আমরা বাঙালীরা বড়ই নির্লজ্জ জাতি।