নতুন পথের গান

লেখকঃ ফ্র্রিল্যান্সার ওয়াহিদ।

উড়ে যাও পাখি, নতুন সকালের
রঙিন আলোয় ভাসাও ডানার।
ফেলে দাও যত ব্যথার গল্প,
বাঁধো না হৃদয় পুরনো শিকলে।

যে গেছে চলে, সে ছিলো মেঘ,
বৃষ্টি হয়ে ঝরেছে সে পথবেগ।
ধুয়ে গেছে যত স্মৃতির ধূলি,
নতুন আশা উঠুক জ্বলি।

ছিঁড়ে ফেলো যত ব্যথার পাতা,
নতুন গান গাও হৃদমাঝারে।
স্রোতের জলে ভাসিয়ে দিও,
বিষাদ যত মনের কিনারে।

আকাশটা আবার ডাকবে তোমায়,
মেঘের কোলে সোনার রোদ।
নতুন কোনো স্বপ্নের গানে,
জীবন তোমায় দেবে ছোঁব।

তাই এ পথের শেষ নেই যত,
শুরু করো আজকের কথা।
ভালোবাসার নতুন আয়োজনে,
সাজাও তুমি নতুন ব্যাকুলতা।

পিছন ফিরে কি হবে বলো?
আগামীর ডাক শুনে চলো।
সুখের নীড়ে দোলা লাগুক,
প্রেমের আলো ছড়িয়ে চলুক!

Previous articleএকুশের চেতনা
Next articleলাইলাতুল কদরের পবিত্র আলো

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here