ঈদের খুশি এলো রে

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ।

ও মন, রমজানের ত্যাগের শেষে
এলো খুশির ঈদ,
আনন্দেতে ভরে গেছে,
আকাশ, বাতাস, নিদ।

তিনদিনের এই উৎসবে
হাসি খুশির ঢেউ,
গরিব দুঃখীর প্রাণে তুই
ভালোবাসা ঢেউ।

নতুন সকাল, নতুন রোদে
নতুন আশা জাগে,
সেই ঈদেরই তাকবির ধ্বনি
প্রাণে খুশি লাগে।

ঈদগাহেতে নামাজ শেষে
মিলে যাক সব হাত,
নেই এখানে দুঃখ-বেদনা
নেই কোনো আঘাত।

শিশুর হাতে নতুন জামা,
হাসি তার ঠোঁটে,
আনন্দেতে মাতছে সবাই
রঙিন এই ফাঁকে।

কেউ দিচ্ছে দান, কেউ করছে
সবার তরে দোয়া,
বুকে ভরে প্রেমের আলো,
নাই কোনো গ্লানির ছোয়া।

তোর ধন-দৌলত, প্রাচুর্য যত,
কিসের কাজে লাগবে?
গরিব-দুঃখীর মুখের হাসি
তোর ঈদটাকে সাজবে।

আজকে শুধু আনন্দ নয়,
তাকওয়ার শিক্ষা লো,
তোর ঈদ হবে পুণ্যেতে ভরা,
আলোর মতো জ্বলো।

ও মন, রমজানের শেষে এলো
সুখের সোনার দিন,
ভালোবাসার বাঁধন গড়ে
হোক এ দুনিয়া রঙিন!

Previous articleরাজাদের খেলা, প্রজাদের জ্বালা
Next articleআয়নার আরশি

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here