লাশেরা ভুলে না

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ।

একদিন চুপিচুপি পাথরের আড়াল থেকে,
সঙ্গে সঙ্গেই উঠে আসবে মৃর্ত্যুর শরীর।
যারা লুকিয়ে রেখেছিল নিজেদের পাপ,
তারাও সামনে আসবে, ফুটে উঠবে তাদের হাহাকার।

অস্ত্রের ছায়ায় যারা দিয়েছিল প্রশ্রয়,
কালির রেখায় তারা লিখেছিল রক্তের অক্ষর,
তাদের চোখে এখন ভয়,
কারণ লাশেরা ভুলে না কিছুই।

যারা চাপা দিয়েছে অন্তরাত্মার কান্না,
যারা নীরবে দাঁড়িয়ে দেখেছে প্রাণের অবসান,
এরা কখনও মুছতে পারবে না
সেই রক্তের ছাপ, সেই চিহ্ন—এটা জানে তারা।

সত্যের বাণী সবার আগে পৌঁছাবে,
তারা ফিরিয়ে আনবে সমস্ত ইতিহাস,
অদৃশ্য কলমের চাপ যেন মুছে না দেয় স্মৃতি।

একদিন, লাশেরা গর্জন করে বলবে,
তাদের নাম—অবশ্যই বলবে,
আর কেউ পারবে না তাদের চুপ করে রাখতে,
যতই ক্ষমতার বেড়াজালে তারা আটকানো হোক।

Previous articleলাশেদের প্রতিধ্বনি
Next articleঅদৃশ্য লড়াই

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here