ওজন নয়, অবস্থানই মূল কথা

একটা মাছি যদি সবজি ওজন করার মাপার কাঁটায় বসে, তাতে কিছু যায় আসে না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় কাঁটায় বসে, তখন তার কারণে হাজার হাজার টাকার হেরফের হয়ে যায়।

অর্থাৎ, মাছির ওজন অপরিবর্তিত থাকলেও তার প্রভাব নির্ভর করে সে কোথায় বসেছে তার উপর। ঠিক তেমনই, একজন মানুষের প্রভাব, গুরুত্ব কিংবা মর্যাদাও নির্ভর করে সে কোথায়, কাদের মাঝে এবং কোন পরিবেশে অবস্থান করছে—তার উপর।

জীবনের মূল্য নির্ধারণ হয় না শুধু আপনার গুণ বা যোগ্যতা দিয়ে, বরং আপনি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, কার সান্নিধ্যে রয়েছেন, কী চিন্তা-চেতনার মানুষদের সঙ্গে চলছেন—এসব দিয়েই ঠিক হয় আপনার ওজন।

তাই নিজেকে এমন জায়গায় রাখুন, যেখানে আপনার মূল্য সত্যিকার অর্থেই বোঝা যায়। ভালো মানুষের সঙ্গে চলুন, ইতিবাচক চিন্তার ভেতরে থাকুন, নিজের আত্মসম্মানকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনি অন্যদের চোখে হয়ে উঠেন এক টুকরো ‘স্বর্ণ’।

কারণ ওজন নয়, অবস্থানই আসল।

Previous articleঅসমাপ্ত রেখাচিত্র: বেঁচে থাকার নীরব একাকীত্ব
Next articleশেষ বিকেলের অপেক্ষা

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here