একুশের চেতনা

লেখকঃ ফ্র্রিল্যান্সার ওয়াহিদ।

ফাগুন এলো রাঙা হয়ে,
ঝরল রক্ত ফোটে,
একটি ভাষার জন্য দেখো
প্রাণ দিল যারা পথে।

শপথ নিল সূর্য তখন,
অন্ধকারের শেষে,
বাংলা আমার বলবে সবাই
গর্ব করে দেশে।

প্রভাতবেলায় বাজে বাঁশি,
শহীদ মিনার জাগে,
শোকের মাঝে জ্বলছে আশার
অগ্নিশিখার আগে।

ফুলের মালায় চোখের জল,
কেউ তা দেখে না,
তবু হৃদয় রক্ত ছুঁয়ে
গেয়ে ওঠে সুরের সোনা।

ভাষার জন্য, দেশের তরে,
কত জীবন গেল!
তাদের ত্যাগেই বাংলা আজ
আকাশ ছুঁতে গেল।

একুশ শুধু দিন নয় আর,
প্রেরণা আর আশা,
বাংলার ভাষা, বাংলা মায়ের
গর্ব আর ভালোবাসা!

Previous articleআয়নার আরশি
Next articleনতুন পথের গান

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here