অদৃশ্য লড়াই

দিনকাল আগের মতো যায় না। সময়ের স্রোত যেমন মেনে চলতে শেখায়, তেমনি আমাদের মাঝে কিছু অদৃশ্য চাপ এসে দাঁড়ায়। চিন্তা করলে মাথা আউলায়, অথচ কাজের জন্য সেগুলো পেছনে ফেলে এগোতে হয়। তবে, যখন গভীর রাত আসে, তখন এই চিন্তাগুলো আউলাঝাউলা ঘুমে পরিণত হয়, আর সেগুলো যেন চলে আসে আমার মনের কোণে লুকিয়ে থাকা এক ঝর্ণার মতো— শুকনো, পাথরবিহীন। পানি নেই, কেবল এক ধরনের শূন্যতা ভর করে।

আজকাল কাউকে মেসেজ দিতে ভালো লাগে না, ইনবক্সে চলে আসে হাজারো অপ্রকাশিত ভাবনা, কিন্তু কিছু বলার আগেই মনে হয়, কোন কথারই মূল্য নেই। শর্ট পিচে ছক্কা মেরে আউট হই, লং পিচে ক্যাচ তুলে। যেন কিছুতেই ভালোভাবে কিছু হয়ে উঠছে না। আজকাল নিজে থেকে কিছু বলার মতো অবস্থা নেই।

আমি কারো খবরে নেই, কারো খবর আমার কাছেও আসে না। যেন একটা অন্তর্দ্বন্দ্বে আটকে গেছি। জীবনের সমস্যাগুলো ছোটোখাটো, তবুও সেটা কাউকে বলে বুঝাতে পারি না। সিনেমার ভিলেনের হাতে এক ব্রিফকেস টাকার মতো সমস্যা— কিছু টাকা দিয়েই হয়তো সমাধান হয়ে যেতে পারে। কিন্তু, আমি আসলে বলতে চাই— “টাকা জীবনে সবসময় সুখ দিতে পারে না, তবে সে স্বস্তি দেয়।”

আমাদের অদৃশ্য লড়াই, মনের মাঝে চলা এক দীর্ঘ যাত্রা, কেবল এক ছোট্ট স্বস্তি খোঁজার পথ। টাকা নয়, বরং শান্তি, মানসিক স্বস্তি আর ভালোবাসা হয়তো আসল প্রয়োজন।

লেখা: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ।

Previous articleলাশেরা ভুলে না
Next articleশান্তির কোণায়

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here